হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) উদ্যোগে কিছু সাতক্ষীরাবাসির সহযোগিতায় প্রবাসী সাতক্ষীরার মানুষদের সেবায় সাতক্ষীরা পিপলস্ এসোসিয়েশন, ঢাকা (বর্তমান সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা) সর্বপ্রথম ১৯৪৬ সালে কলিকাতায় এবং ঢাকায় ১৬ জানুয়ারি ১৯৫৩ সালে ৪নং সেগুন বাগিচা, রমনা, ঢাকাতে নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়। যা সাতক্ষীরা পিপলস্ এসোসিয়েশন, ঢাকা এর গঠনতন্ত্রে উল্লেখিত আছে।
সমিতির কার্যনির্বাহক পরিষদ, ১৯৫৪ খৃ: (দ্বিতীয় বর্ষ) অনুষ্ঠিত হয়। সেখানে নিন্ম কমিটি গঠিত হয় –
» স্থায়ী সভাপতি: আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লাহ, এম. এ. আই. ই. এস (অবসরপ্রাপ্ত)
» সহ-সভাপতি: অধ্যাপক আবদুল ওয়াজেদ খান্ চৌধুরী, এম. এ. বি. টি; ই. পি. সি. এস (অবসরপ্রাপ্ত)
» সহ-সভাপতি: ডাঃ আবদুল কাদের, এম. বি; ডি. এ (লন্ডন), এম. আর. সি. পি. এন্ড এস (ইংল্যান্ড)
» সাধারণ সম্পাদক: জনাব এস. এইচ. বি. মনসুর আহমদ; বি. এ (অনার্স)
বিভাগীয় সম্পাদক
» শিল্প, যানবাহন ও প‚র্ত্তবিভাগ: জনাব এম এ রহমান; বি. এস সি; এল, এল্. বি
» জনস্বাস্থ্য, উন্নয়ন, বাণিজ্য, সমাজ কল্যাণ ও পুনর্ব্বাসন: জনাব এম. এম. ফারুকী, বি. এ; এল্ এল্, বি,
» ধর্ম, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ: জনাব আহমদ আলি, বি. এ
» কোষাধ্যক্ষ: জনাব মোহাম্মদ ইউসুফ, বি. এ
সাতক্ষীরা পিপলস এসোসিয়েশন, ঢাকা যা কালের আবর্তে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকায় রুপান্তর ঘটেছে। প্রতিষ্ঠাকালীন সাতক্ষীরা পিপলস এসোসিয়েশন, ঢাকার ম‚ল উদ্দেশ্যাবলী ছিল-
(ক) রাজনীতির সহিত এই সমিতির কোনরূপ সংস্রব থাকিবে না।
(খ) ঢাকা প্রবাসী সাতক্ষীরা মহকুমার অধিবাসীদের মধ্যে একতা, সৌহার্দ্দ্য ও সহানুভ‚তি স্থাপনের প্রচেষ্টা।
(গ) সাতক্ষীরাবাসীদের সর্বাঙ্গীন কল্যাণ প্রচেষ্টা; যথা: ধর্ম, শিক্ষা, শিল্প সাহিত্য, বিজ্ঞান, সমাজ, সংস্কৃতি, সংহতি-বিধান ও সাধারণ উন্নতির সর্ব্বপ্রকার উপায় অবলম্বন এবং দু:স্থ ও বেকারদের সমস্যা সমাধানের প্রচেষ্টা।
(ঘ) ঢাকাস্থ “খুলনা সমিতির” কর্মপ্রচেষ্টাকে এই সমিতি সাধারণত: সাহায্য করিবে, এবং বিশেষভাবে সাতক্ষীরা মহকুমার সর্বাঙ্গীন মঙ্গলকর জন-কল্যাণজনক উদ্দেশ্য সাধন করা এই সমিতির মূখ্য উদ্দেশ্য হইবে।
প্রতিষ্ঠাতাদের স্বপ্ন ছিল সাধারণ মানুষের সার্বিক অগ্রগতি, তথা মানবিক সাম্যের একটি মুক্ত সমাজ গঠন করা। মানব প্রেম, সামাজিক উন্নয়ন ও সাংগঠনিক চিন্তার মধ্য দিয়ে সাতক্ষীরা পিপলস্ এসোসিয়েশন, ঢাকা প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুতে তিনি অত্যন্ত সীমিত পরিসরে সমিতি বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করেছে। বর্তমানে এই সমিতি পান্থপথে স্থায়ী ঠিকানা করেছে।
বর্তমানে সমিতির একটি নিজস্ব ঠিকানা হয়েছে, প্রায় ১৪০০ জন জীবন সদস্য হয়েছে, ৩৭ সদস্য বিশিষ্ট প‚র্ণাঙ্গ একটি কার্যনির্বাহী কমিটি কাজ করছে। ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ রয়েছে, পৃষ্ঠপোষক ও দাতা সদস্য বয়েছেন অনেক।