রেজিঃ ঢ০০৪৯, স্থাপিতঃ ১৯৪৬ ইং

আজীবন সদস্য

সমিতির নির্ধারিত ফরম পূরণ করে চাঁদা বাবদ দুই হাজার টাকা জমা দিয়ে ঢাকায় বসবাসকারি কর্মজীবী যে কোন সাতক্ষীরার অধিবাসী আজীবন সদস্য হতে পারেন। আজীবন সদস্যরাই সমিতির স্বত্বাধীকারী। উল্লেখ্য যে ২০১৪ইং সালে প্রম বার ডাইরেক্টরী মমুদ্রণের সময় সমিতির আজীবন সদস্য সংখ্যা ছিল ৭৯২ জন। দ্বিতীয় বার এই ডারেক্টরী ২০২১ ছাপানো পর্যন্ত এ সমিতিতে মোট আজীবন সদস্য ১১৩৭ জন।

Scroll to Top