রেজিঃ ঢ০০৪৯, স্থাপিতঃ ১৯৪৬ ইং

সভাপতির কিছু কথা

আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সাতক্ষীরা জেলা সমিতি বাংলাদেশের একটি প্রাচীন সংগঠন। এই সমিতির আজ অনেক জীবন সদস্য। ইংরেজি ১৯৪৬ সালে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) কলকাতায় বসে এ সমিতির শুভ স‚চনা করেছিলেন। তিনি চেয়েছিলেন ঢাকায় বসবাসকারী সাতক্ষীরার কর্মজীবী মানুষ মিলেমিশে নিবির বন্ধনে আবদ্ধ হোক। আজ সেটাই হচ্ছে।

বর্তমানে সমিতির একটি নিজস্ব ঠিকানা হয়েছে, প্রায় ১৩০০ জন জীবন সদস্য হয়েছে, ৩৭ সদস্য বিশিষ্ট প‚র্ণাঙ্গ একটি নির্বাহী কমিটি কাজ করছে। ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ রয়েছে, পৃষ্ঠপোষক ও দাতা সদস্য বয়েছেন অনেক। সমিতিতে এখন অনেক কাজ। কাজ করতে পারলে সমিতির উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে। সেক্ষেত্রে আমরা সাতক্ষীরাবাসী সবাই মিলে স্বাচ্ছন্দে এগুয়ে আসতে পারি। আমি আহবান করবো আসুন সবাই এক সঙ্গে মিলিত হয়ে হাতে হাত রেখে পথ চলি, সামনে এগিয়ে যাই।

সমিতি বিগত দিনে শিক্ষার্থীদের একাধিক বার বৃত্তি প্রদান করে এসেছে। এ বৎসরও আমরা পূর্বের ন্যায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে আগ্রহী। এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।

অত্র সমিতির সাথে আমি প্রায় ২৫ বছর যাবৎ সম্পৃক্ত থেকে নির্বাহী কমিটির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। এ বছর শুরুতে এই সমিতির সভাপতি মরহুম জনাব এম খলিলুল্লাহ ঝড়–ুর আকস্মিক মৃত্যুতে আমাকে এই সমিতির সভাপতি হিসাবে হাল ধরতে হয়ছে। আমাদের সাবার প্রাণ প্রিয় সাতক্ষীরা জেলা সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সহযোগীবৃন্দ বিগত দিনের ন্যায় উপদেষ্টামন্ডলী এবং কার্যকরী পরিষদের সম্মানীত সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করছি। বিনয় অবনত চিত্তে আপনাদের জানাই শতকোটি সালাম। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Scroll to Top